পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ বরিশাল সিটি কলেজের সভাপতি মোহাম্মদ মশিউর রহমান খান এর নেতৃত্বে শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৮ই অক্টোবর বেলা ১২ ঘটিকায় বরিশাল সিটি কলেজের হল রুমে কেক কেটে শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। উক্ত কার্যক্রমে সভাপতিত্ব করেন বরিশাল সিটি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথ।এই আয়োজনে ঢাকা থেকে ভার্চুয়ালি ভাবে যোগদান করেন প্রধান অতিথি মোহাম্মদ মশিউর রহমান খান সভাপতি বরিশাল সিটি কলেজ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন। পরে আলোচনা সভা ও দোয়া মোনাজাত এর মাধ্যমে শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন উদযাপন করেন অতিথিরা।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাড. দেলোয়ার হোসেন মুন্সি, মোঃ মিজানুর রহমান,আবু জাফর সহকারী অধ্যাপক,মাহবুবুর রহমান,রুমানা পারভীনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
Leave a Reply