নিঝুমের সাফল্য,স্বপ্ন মানবিক ডাক্তার হওয়ার
নিজস্ব প্রতিবেদক : যখন বেশিরভাগ নতুন প্রজন্ম ফেসবুক,মেসেঞ্জার ইনস্টাগ্রামে আসক্ত হয় তখন জেবা জামান নিঝুম একের পর এক সাফল্য অর্জন করে যাচ্ছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, নৃত্য ও গানে নিজে কে প্রতিনিয়ত তৈরি করছে৷ বিশেষ করে শিশু শ্রেণী থেকে শুরু করে সদ্য ঘোষিত মাধ্যমিক পরীক্ষার ফলাফলে সর্ব্বোচ্চ নম্বর পেয়েছে। বাবা এইচ এম আখতারুজ্জামান (বাচ্চু) কুলকাঠি ইউনিয়ন পরিষদের সফল তিনবারের বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান। একই সাথে নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি পরিষদ পরিচালনা ও রাজনৈতিক ব্যস্ততায় মেয়ে কে আশানুরূপ সময় দিতে না পারলেও শিক্ষিকা মা লাভলী আক্তার দিনরাত এক করে মেয়ে নিঝুম কে তৈরি করছেন। আর নিঝুম সেই সুযোগ কাজে নিজের মেধা-মনন-প্রজ্ঞা দিয়ে নিয়মিত পাঠদান করে শ্রেণী শিক্ষকদের মনে জায়গা করে নিয়েছে। একই সাথে সব পরীক্ষার ফলাফলে আশানুরূপ সাফল্য অর্জন করেছে।
শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবার সূত্রে জানা গেছে, নিঝুম ১ম শ্রেণী থেকে ৪র্থ শ্রেণী পর্যন্ত নলছিটির ঐতিহ্যবাহী বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রতিক্লাশে এক নম্বর রোল অর্জন করে পড়াশুনা নৈপুণ্যের সাথে শেষ করে । ২০১৭ সালে পাওতা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষার ফলাফলে নলছিটি উপজেলা পর্যায়ে দ্বিতীয় মেধা বৃত্তিলাভ করে।
এরপর নলছিটির স্বনামধন্য মার্চেন্টস মডেল স্কুল থেকে ২০২০ সালে অষ্টম শ্রেণিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে জিপিএ ৫ প্রাপ্ত হয়ে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে৷ সর্বশেষ একই বিদ্যালয় থেকে ২০২৩ সালের সদ্য ঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফলেও জিপিএ ৫ প্রাপ্ত হয়ে বৃত্তি লাভ করে৷ বর্তমানে জেবা জামান নিঝুম বরিশাল সরকারি মহিলা কলেজে বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণিতে অধ্যায়ন রয়েছে ৷
আরো জানা গেছে , নিঝুম ছোটবেলা থেকেই বাসায় সংগীত ও নৃত্য চর্চা করেন। তারপর সাফল্যের সাথে বিভিন্ন জাতীয় দিবসে নলছিটি উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে অংশ নেয় এবং পুরুস্কার গ্রহণ করেন৷ সর্বশেষ নিঝুম বেসরকারি টিভি চ্যানেল আর টিভি আয়োজিত ইয়াং স্টার সিজন ২ রিয়েলিটি সংগীত অডিশনে অংশগ্রহণ করে।
এছাড়াও স্কুল -কলেজের বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে পুরুস্কার লাভ করে৷
সর্বশেষ এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তির পর প্রথম আলো পত্রিকা আয়োজিত বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করে।
জেবা জামান নিঝুম জানায়, বাবা রাজনৈতিক ব্যক্তিত্ব।মা শিক্ষক। একমাত্র ভাইও ব্যবসায়ী। এখন আমি চাই একজন মানবিক ডাক্তার হতে। আল্লাহর রহমতে নিজেকে সেই ভাবে তৈরি করছি। বাবা-মা’র সর্বাত্মক সমর্থন ও শিক্ষকদের সর্ব্বোচ্চ সহযোগিতায় আমি পরীক্ষাগুলোতে কাঙ্খিত ফলাফল অর্জন করেছি। এখন পূর্বের ন্যায় এইচএসসিতে কাঙ্খিত ভালো ফলাফল করে একজন মানবিক ডাক্তার হওয়ার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা ও সহযোগী চাই।
মা নলছিটি উপজেলার দেলদুয়ার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লাভলী আক্তার জানান, মেয়ের মেধা,মনন ও বুদ্ধিদীপ্ত দেখে সব সময়ই সমর্থণ ও সহযোগীতা করে আসছি। সাথে দুশ্চিন্তাও করেছি। পরীক্ষার ফলাফলে কি জানি হয় কি জানি হয়। তখন নিঝুম বলতো মা চুপ করো তো! তুমি অযথা টেনশন করো। আমি ভালো ফলাফল করবো। ঠিকই মেয়ের কথা সত্যি হয়েছে। এখন স্বপ্ন ডাক্তার হওয়ার।
বাবা কুলকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম আখতারুজ্জামান জানান, মেয়ের প্রতি আত্মবিশ্বাস বরাবরই। কিন্তু আমি জনস্বার্থে বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় নিঝুমের মা ওকে দেখভাল করে। আমিও চাই আমার মেয়ে একজন ডাক্তার হয়ে অসহায় দুঃস্থ মানুষের সেবা দিতে পারে।
Leave a Reply