আজকাল বিডি ডেস্ক।।রাজবাড়ী কালুখালী উপজেলার মৃগীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো: ফাহাদ জোয়াদ্দার (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৫ অক্টোবর) দুপুর ১টায় পাংশা-মৃগী সড়কের বি-বনগ্রাম নেভি হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো: ফাহাদ জোয়াদ্দার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের আরকান্দি (জোয়াদ্দার পাড়া) এলাকার মো: জহুরুল জোয়াদ্দারের ছেলে। সে মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এছাড়া মোটরসাইকেল-আরোহী ইমরান ও নাইম নামের আরো দুই যুবক আহত হয়। কালুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাণবন্ধু বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পাংশা-মৃগী সড়কের পাংশা থেকে আসা মোটরসাইকেলের সাথে ঠাকুর বিলের সড়ক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা ফাহাদ জোয়াদ্দার ছিটকে পড়ে। মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরো দু’জন গুরুতর আহত হলে তাদের হাসপাতালে পাঠানো হয়।
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. আশরাফুল ইসলাম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনার পর ফাহাদ জোয়াদ্দার নামের এক যুবককে হসপিটালে আনা হয়। তবে তার হসপিটালে আনার আগেই মৃত্যু হয়।
Leave a Reply