প্রতিনিধি,নলছিটি,ঝালকাঠি
নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মিলন কান্তি দাস’র ভগ্নিপতি বিপ্লব কুমার দাম গত ২৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল বরিশাল শেবাচিম হসপিটালে পরলোক গমন করেন।
তিনি গত ২৫ অক্টোবর বুধবার সন্ধ্যার পর শ্বাস কষ্ট নিয়ে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। চিকিৎসক নেবুলাইজ ও অক্সিজেন দেওয়ার পর বাসায় পাঠিয়ে দেন। এবং গিয়ে আট ঘন্টা পর পর নেবুলাইজ করার পরামর্শ দেন এবং কর্ডন ট্যাবলেট খেতে বলেন। ২৬ তারিখ সকালে পুনরায় শ্বাস কষ্ট হলে আবারও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখনকার কর্তব্যরত চিকিৎসক দ্রুত বরিশাল নেওয়ার পরামর্শ দেন। বরিশাল শেবাচিম হসপিটালে চিকিৎসা শুরুর পর পরই তিনি মৃত্যু বরণ করেন।
তার অকাল মৃত্যুতে নলছিটি পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী,নলছিটি উপজেলার পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান খান,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, নলছিটি থানার অফিসার ইনচার্জ মু.আতাউর রহমান, কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী দুলাল, যুব উন্নয়ন অফিসার মোহম্মদ মাহমুদ আলম জোমদ্দার, নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিম গাজী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জনার্ধন দাস,পাবলিক লাইব্রেরির সাধারন সম্পাদক সামসুল আলম খান বাহার,সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী,শিক্ষক, সাংবাদিক, সৃধীজনরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী,এক পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ওইদিন সন্ধ্যায় ছেলের ইচ্ছে অনুযায়ী নলছিটি পৌর শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
Leave a Reply