রোববার (২৯ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে বার বার সাংবাদিকরা পুলিশের হাতে নিগৃহীত হতে হচ্ছে। সত্য ঘটনা প্রকাশেও বাধা দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ক্ষমতাসীন দলের লেলিয়ে দেয়া সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এ যাবৎ ৬০ জন সাংবাদিক নিহত হয়েছেন। অথচ সরকার সাগর-রুনিসহ একটি হত্যাকাণ্ডেরও বিচার করেনি। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সাংবাদিক হত্যার সর্বশেষ সংযোজন রফিক ভূঁইয়া। নেতৃবৃন্দ অবিলম্বে রফিক ভূঁইয়াসহ সাংবাদিকদের ওপর হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল হাইকোর্ট মোড় ঘুরে পুরানা পল্টন মোড় হয়ে আবার প্রেস ক্লাবে এসে শেষ হয়।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: শহীদুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, বিএফইউজের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী, সিনিয়র সাংবাদিক আবুল কালাম মানিক, ডিইউজের সহ-সভাপতি রাশেদুল হক, যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার, মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি শাখাওয়াত ইবনে মঈন চৌধুরী, মেজবাহ উল্লাহ শিমুল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ডিইউজের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, প্রচার সম্পাদক আবুল কালাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রফিক লিটন, দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, বিএফইউজের নির্বাহী সদস্য জাকির হোসেন, ডিইউজের নির্বাহী সদস্য নিজাম উদ্দিন দরবেশ, এম মোশাররফ হোসেন, গাজী আনোয়ারুল হক, আব্দুল্লাহ মজুমদার, তালুকদার রুমি, সাবেক নির্বাহী সদস্য এইচ এম আল আমিন, মো: আবু হানিফ, এম এ মোনায়েম, কালবেলা ইউনিট চিফ গিয়াস উদ্দিন রাকিব, সদস্য সর্দার আব্দুল কাদের, সর্দার মতিন, ফয়জুল্লাহ ভূঁইয়া মানিক, এ এস এম রাসেল পাটোয়ারী, জিয়াউর রহমান প্রমুখ।
শহিদুল ইসলাম বলেন, এ সরকারের কাছে আর কোনো দাবি নয়। এই সরকারের পতন ঘটিয়ে সকল দাবি আদায় করা হবে। সাংবাদিক রফিক ভূঁইয়াসহ এ পর্যন্ত যে ৬০ জন সাংবাদিক এই সরকারের আমলে হত্যার শিকার হয়েছে তাদের হত্যার বিচার এদেশের মাটিতেই হবে, ইনশাআল্লাহ।
সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, পুলিশ বিনা উস্কানিতে একটি শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে। সেখানে কর্তব্যরত সাংবাদিকরা তাদের হামলার শিকার হয়েছে।
তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে রাজপথে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বারবার রক্ত ঝরাতে হচ্ছে। এ রক্ত বৃথা যেতে দেয়া হবে না। সাংবাদিকদের প্রতি ফোঁটা রক্তের হিসাব আদায় করা হবে। তিনি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিহত রফিক ভূঁইয়ার হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply