মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।। “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নলছিটিতে পালিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৩।
দিবসটি উদযাপন উপলক্ষে ১ লা নভেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ ও যুব ঋণের চেক বিতরণ
করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, উপস্থিত ছিলেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান শাহিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম, কুলকাঠি ইউপি চেয়ারম্যান এইচ.এম আক্তারুজ্জামান বাচ্চু, প্রমুখ।
বক্তরা বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুবশক্তির বিকল্প নেই। তাই যুবশক্তিকে প্রশিক্ষনের মাধ্যমে ঠিক ভাবে ব্যবহার করতে হবে। সৃষ্টিশীল কাজে যুবক ও তরুণদের অন্তর্ভুক্তি বাড়াতে হবে।
আলোচনা সভা শেষে বেকার যুবক-যুবতীদের মাঝে ৭ দিনব্যাপী প্রশিক্ষন কোর্সের সনদপত্র ও অর্থ বিতরন করা হয়।
অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহম্মদ মাহমুদ আলম জোমাদ্দার।
Leave a Reply