মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।। নলছিটি থানার বিদায়ী অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান কে নলছিটি থানা পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় অফিসার ইনচার্জ’র কক্ষে এ বিদায় সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম, নতুন যোগদানকৃত অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী,ওসি(তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রী ও নলছিটি থানায় কর্মরত অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সদ্য যোগদান করা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
বিদায়ী অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান সাংবাদিকদের বলেন, দীর্ঘ ২৯ মাস নলছিটিতে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছি। কাজ করতে গিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সূধী সমাজসহ সকলের সহযোগিতা পেরেছি। নলছিটির মানুষদের কথা আমার সারা জীবন মনে থাকবে।সকলকে হয়তো সহযোগিতা করতে পারিনি। আমার আচার আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। এই থানায় কাজ করতে গিয়ে যেটুকু সফলতা পেয়েছি তার সবটাই আপনাদের। যদি কোন ব্যর্থতা থাকে তার সবটুকু আমার।
নতুন যোগদানকৃত অফিসার ইনচার্জ একজন ভাল মানুষ তিনিও আপনার পাশে সব সময়ই থাকবেন।
Leave a Reply