রোববার থেকে দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোট। এই ৪৮ ঘণ্টার অবরোধেও ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চালানোর ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।
শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ ঘোষণা দেন। প্রথম দফা তিন দিনের অবরোধে যান চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দিয়েছিল ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতি। তবে সে বার দূরপাল্লার বাস চলাচল ছিল হাতে গোনা। বেশিরভাগ রুটেই বন্ধ ছিল দুরপাল্লার যাত্রী পরিবহণ।
এনায়েত উল্যাহ বলেন, জনবিরোধী এই হরতাল-অবরোধে মালিক-শ্রমিকরা কখনো সাড়া দেবে না, ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছে। সামনের দিনগুলোতে অবরোধের দিনগুলোতে গাড়ি চলাচলে যেন কোনো ধরনের বাধা না আসে সেজন্য রাজধানী ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান এই পরিবহণ নেতা।
Leave a Reply