মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসন থেকে বাংলাদেশ আ’লীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব আমির হোসেন আমু মনোনয়ন পত্র দাখিল করেছেন। ৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বার্হী অফিসার ও উপজেলা রিটার্নিং অফিসার মোঃ নজরুল ইসলাম’র কাছে মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন পত্র গ্রহন করেন উপজেলা নির্বার্হী অফিসার মোঃ নজরুল ইসলাম ও নির্বাচন অফিসার এইচ এম গোলাম মোস্তফা। এসময় আওয়ামী লীগ’র এ বর্ষিয়ান নেতার সাথে উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান আ্যডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, আ্যড. এমআর খান কামাল, ঝালকাঠি জেলা সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ ও সুপ্রিম কোর্টের আইনজীবি আ্যড. মো. কাওসার হোসেন প্রমূখ ।
Leave a Reply