গাজায় ইসরাইলের সঙ্গে হামাসের সংঘাত শুরুর পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এবার হিজবুল্লাহ বাহিনী দক্ষিণ লেবাননের সীমান্তের কাছে ইসরাইলি সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে।
মঙ্গলবার হিজবুল্লাহ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। খবর ইয়েনি সাফাকের।
বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহর যোদ্ধারা রামিয়া মিলিটারি সাইট এবং জেবডাইনের কাছে ইসরাইলি সেনা সমাবেশে রকেট হামলা চালিয়েছে। সেটি সেনা সমাবেশে সরাসরি আঘাত হেনেছে।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি আল-তাররাশ এবং ব্লিদাসহ লেবাননের সীমান্ত শহরগুলোতে বেশ কয়েকটি ইসরাইলি বিমান হামলার খবর পাওয়া গেছে।
তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গত সপ্তাহে হিজবুল্লাহর হামলায় আহত এক ইসরাইলি সেনা মারা গেছেন।
২০০৬ সালের পর লেবানন থেকে ইসরাইলে রকেট হামলার সবচেয়ে বড় ঘটনা এটি। ওই বছর ইসরাইল লেবাননের ব্যাপক অস্ত্রে সজ্জিত রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিল।
রাশিদিয়া শরণার্থী শিবিরে লেবাননে থাকা ফিলিস্তিনি উপদলের উপস্থিতি আছে। আগে তারা বিক্ষিপ্তভাবে ইসরাইলে রকেট হামলা চালিয়েছিল। কিন্তু হিজবুল্লাহ-ইসরাইল যুদ্ধের পর থেকে এই সীমান্তটি মোটামুটি শান্তই ছিল।
Leave a Reply