মহাদেবপুরে নৌকার নির্বাচনি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় অভিযোগ করা হয়েছে।
সূত্র জানায়, বুধবার গভীর রাতে উপজেলার শিবরামপুর গ্রামের দহপাড়ায় অবস্থিত নৌকার নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে ওই অফিসের চারপাশের কাপড় ও পোস্টার পুড়ে ছাই হয়ে যায়।
জানা যায়, বুধবার রাতে নির্বাচনি প্রচারণা শেষে কর্মী-সমর্থকরা বাড়ি চলে যাওয়ার পর কে বা কারা অগ্নিসংযোগ করে অফিসটি পুড়িয়ে দেয়।
মহাদেবপুর থানার ওসি মো. রুহুল আমিন বলেন, অগ্নিসংযোগের বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply