গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বরিশাল মহানগর সফর (আগামী ২৯ ডিসেম্বর) উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় ভিভিআইপি ডিউটিতে পুলিশ সদস্যদের নিয়ে ২৮ ডিসেম্বর সকাল ১১ টায় বিএমপি’র রুপাতলিস্থ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম ।
এ-সময় তিনি ভিভিআইপি ডিউটিতে মনোনীত পুলিশ সদস্যদের ভিভিআইপি ডিউটি চলাকালীন দায়িত্ব-কর্তব্য ও করণীয়-বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মােঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহেরসহ বিএমপি ও অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
Leave a Reply