বরিশালে রাতের আধারে বসত ঘরে হামলা ও লুটপাট।
নিউজ ডেস্ক: বরিশাল নগরীর কাউনিয়া প্রধান সড়কে অবস্থিত ভুক্তভোগী বিউটিশাহার বাসায় রাতের আঁধারে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করেছে অভিযুক্ত তপন কুমার সেন, পরনা সেন, রমা সেন, রিবু সেন।
খবর পেয়ে সরেজমিনে সাংবাদিকরা উপস্থিত হলে ভুক্তভোগী বিউটি শাহা অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী অভিযুক্ত তপন কুমার সেন, পরনা সেন, রমা সেন, রিবু সেন গং দের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে অভিযুক্তরা প্রায় আমাদের উপরে নির্যাতন জ্বালাতন করে আসছিল। অবৈধভাবে তারা ৫ শতাংশ জমি দাবি করে আমাদের দীর্ঘদিন ধরে জ্বালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ২৯ তারিখ শুক্রবার রাত ৮ ঘটিকায় আমাদের বসত ঘরে আকস্মিকভাবে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। ঘটনার সময় আমার মা শুধু বাসায় ছিল, তাকে একা পেয়ে মারধর করে নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এতে আমার মা গুরুতর আহত হলে তাকে বরিশাল মেডিকেলে ভর্তি করি। তাৎক্ষণিকভাবে পুলিশ প্রশাসনকে অবহিত করি। এবং অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করি। আমানতগঞ্জ মৌজায় ৪৮ জে এল ১২৪০ খতিয়ান, ২২৪৯ এস এ, বি এস ৫৩৯৯।
খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত তপন কুমার সেন এর সাথে জমিজমা নিয়ে পার্শ্ববর্তী গোপাল দাস, বিশ্বজিৎ দাস এর সাথে মামলা চলছে।
এ বিষয়ে অভিযুক্ত পরিবারের সাথে কথা বললে তারা বলেন, আমদের পাকেরঘর দখল করতে এসে আমাদের উপর হামলা চালায়।
এ বিষয়ে কাওনিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, আমরা অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply