মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।। ঝালকাঠি-২ আসনে ( নলছিটি-ঝালকাঠি) নৌকার প্রার্থীর প্রচারনায় মুখরিত নলছিটি-ঝালকাঠির জনপদ। অপরদিকে আম ও লাঙ্গলের তেমন কোন প্রচার প্রচারনা চলছে না। যদিও জেলা জাতীয় পার্টির এক সভায় লাঙ্গলের প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার করার ঘোষনা দিয়েছে। এনপিপি’র প্রার্থী মোহম্মদ ফোরকান হোসেন মাঠে নিজের মতো প্রচার করে যাচ্ছেন।
নলছিটি-ঝালকাঠি আসনে বাংলাদেশ আ’লীগের বর্ষিয়ান নেতা উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক খাদ্য ও শিল্পমন্ত্রী এবং ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু নৌকার প্রার্থী হিসেবে থাকায় অন্যান্য প্রার্থীর অবস্থান নড়বড়ে অবস্থায় আছে।
সমকক্ষ প্রতিবন্ধী প্রার্থী না থাকলেও নৌকার পক্ষে নলছিটির ১০টি ইউনিয়ন এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডেই দিনরাত প্রচার প্রচারনায় মুখরিত। কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছে। এই আসনে সমকক্ষ প্রার্থী না থাকায় সচেতন মহল নৌকার বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন। মোল্লারহাট ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান সেন্টু বলেন নলছিটিতে দক্ষিণ বঙ্গের রাজনীতির কর্ণধার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধুর আদর্শের ধারক শেখ হাসিনার আস্থাভাজন আমাদের অহংকার আলহাজ্ব আমির হোসেন আমু’র ঝালকাঠি-২ আসনে বিজয় সুনিশ্চিত। কারন তিনি এই অঞ্চলের প্রত্যন্ত গ্রামের মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করে গেছেন তাই মানুষ অবশ্যই নৌকায় ভোট দিবে। উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহম্মদ জলিলুর রহমান আকন্দ বলেন নৌকা মুক্তিযুদ্ধের ও উন্নয়নের প্রতিক তাই আমি বিশ্বাস করি নলছিটির মানুষ ভোট কেন্দ্রে যাবে এবং নৌকায় ভোট দিবে। আমু ভাই নলছিটি-ঝালকাঠি ব্যাপক উন্নয়ন সাধন করছেন। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানুষ আবারও নৌকায় ভোট দিবে। তাছাড়া এই আসনে নৌকার বিপক্ষে তেমন শক্তিশালী প্রার্থী না থাকায় আমরা বিজয়ের ব্যপার শতভাগ আশাবাদী।
Leave a Reply