স্টাফ রিপোর্টার // গত ৩১ ডিসেম্বর ‘ বাংলাদেশ ল এন্ড জুরিস্ট এসোসিয়েশন’র কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় শাখার ৪১ সদস্য কমিটি অনুমোদন দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ল এন্ড জুরিস্ট এসোসিয়েশন মূলত বাংলাদেশের আইনী সেবা মূলক একটি সংগঠন।সংগঠনটি অসহায় মানুষকে বিনামূল্যে আইনী সহযোগিতা, মানব কল্যান মূলক কাজ, দেশের অথবা নাগরিকদের সার্থের বাহিরে কোন আইনি গেজেট প্রকাশ হলে তার বিরুদ্ধে রিট ইত্যাদি কাজ করে থাকে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,২য় বারের মত সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে শুধু মাত্র আইন বিভাগের ছাত্রদের নিয়ে প্রকাশ করে নতুন কমিটি। কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন পূর্বের কমিটির সিনিয়র সহ সভাপতি সিহান রাজ্জাক সঞ্চয় (এল এল এম-চলমান)সহ সভাপতি মাহমুদুর রহমান রেজা(এলএলবি,এলএলএম),সম্পাদক হিসেবে নির্বাচিত হন জুবায়ের ভূয়ান যুবরাজ ( এল এল বি ৩য় বর্ষ), অর্থ সম্পাদক নাদিরা নীড়া ( এল এল বি ২য় বর্ষ), ব্যবস্থাপনা সম্পাদক আবু বক্কর জনি, প্রচার সম্পাদক ফালগুনী আক্তার লতা সহ প্রমুখ।
Leave a Reply