বিতর্ক যেন পিছু ছাড়ছে না চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনের বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর। পুলিশ ও প্রশাসনকে শাসানোর তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার রাতে সাতকানিয়া থানা এলাকায় এ ভিডিও ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
ভিডিওতে বলতে শোনা যায়, ‘এখন আমার কথা হলো; আপনারা- সাত্তার সাহেব, শিবলী নোমান (সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ) ও ইউএনও সাহেব; আপনারা আমাকে দুইটার মধ্যে একটা কথা বলেন- কালকে (শনিবার) থেকে আমরাও কি মাঠে নেমে যাব মারামারিতে? মাঠে নেমে যাব কি-না? আমাদের সঙ্গে পারবে না, কিন্তু ২০ থেকে ৩০ জন মার্ডার হয়ে যাবে। করব নাকি- আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। আপনারা আসছেন- সামরিক সচিব টেলিফোন করার পরে। সামরিক সচিব টেলিফোন করার মানে বোঝেন তো। আমাকে বিভাগীয় কমিশনার সাহেব, ডিসি ও ডিআইজি মিনা সাহেব বলেছেন, সামরিক সচিব কড়া অর্ডার দিয়েছেন। এখন আপনারা কি করবেন না করবেন না? এই যে তালিকা দিয়েছি, এ তালিকার যদি পুরো অ্যারেস্ট না করেন, তাহলে কালকে..। ’ এটুকু শোনা যায়।
এ বিষয়ে জানতে আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর মোবাইল ফোনে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
গত সপ্তাহে এমপি নদভীর গানম্যান মামুনের বিরুদ্ধে বৈধ অস্ত্রের প্রভাব দেখানোর অভিযোগ উঠলে তাকে প্রত্যাহার করা হয়। নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার পর থেকে বিভিন্ন সময় সংঘর্ষে স্ত্রীসহ নিজের লোকজন আহত হওয়ার দাবি করে সংবাদ সম্মেলনও করেছিলেন নদভী। অপর দিকে ঈগল প্রতীকের ক্যাম্প জ্বালিয়ে দেওয়ার অভিযোগ তোলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব।
Leave a Reply