দেশজুড়ে ভোটের আমেজ। আগামীকাল ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন ঘিরে অন্য সবার মতো নাটক সিনেমা সংগীত অঙ্গনের তারকাদের মাঝে রয়েছে বাড়তি উচ্ছ্বাস। আবার অনেকেই নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। তাই তারকারা কে, কোথায় ভোট দিচ্ছেন তা নিয়ে রয়েছে আলাদা আগ্রহ। সেটা নিয়েই এবারের আয়োজন।
শাকিব খান রাজধানীর অভিজাত এলাকা গুলশানের বাসিন্দা, তিনি ঢাকা-১৭ আসন এর ভোটার। সচরাচর গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোট দিয়ে থাকেন তিনি। তবে এবার নির্বাচনের আগে তিনি ওমরাহ পালনে মক্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তাই এবার তিনি ভোট দিতে পারছেন না। চিত্রনায়ক রিয়াজ থাকেন আরেক অভিজাত এলাকা বনানীতে। তার বসবাসের এলাকাটি পড়ে ঢাকা -১৭ আসনে। নির্বাচনের দিন ভোট প্রদান শেষে সারাদেশের নির্বাচনী খোঁজ খবর রাখবেন।
অন্যদিকে, চঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনের ভোটার। শাহজাহানপুরের ভোটার চঞ্চল চৌধুরী দিনের শুরুতেই ভোট দেবেন বলেই জানালেন। বলেন, সচেতন নাগরিক হিসেবে ভোট দেওয়া আমার আপনার সবার দায়িত্ব। অবশ্যই সবার কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া উচিত। তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা, তিনি ঢাকা-১১ আসনের ভোটার। তবে তিনি এই মুহূর্তে মালয়েশিয়াতে অবস্থান করছেন।
সিয়াম আহমেদ থাকেন রাজধানীর রাজারবাগে, তিনি ঢাকা-১৯ আসনের ভোটার। মামমুন ইমন ঢাকা-১১ আসনের বসুন্ধরা আবাসিক এলাকার ভোটার। বাপ্পী নারায়ণগঞ্জ-৪ আসনের চাষাড়া এলাকার ভোটার। সাইমন সাদিক কিশোরগঞ্জ-১ আসনের ভোটার। জায়েদ খান পিরোজপুর-১ আসনের ভোটার।
এছাড়া নায়িকাদের মধ্যে জয়া আহসান বারিধারা এলাকার বাসিন্দা। ঢাকা-১৭ আসনের ভোটার তিনি। পূর্ণিমা ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ এলাকার ভোটার। সেই হিসেবে তিনি ‘ঢাকা ১৮’ আসনের ভোটার। অপু বিশ্বাস বাড্ডা এলাকার বাসিন্দা। এলাকাটি ঢাকা ১১ আসনের অন্তর্ভুক্ত। এই অভিনেত্রীকেও নৌকার প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। নিপুণ থাকেন ঢাকার বনানীতে। এই এলাকাটিও পড়ে ঢাকা ১৭ আসনে।
Leave a Reply