দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী একে আজাদের নির্বাচনি এজেন্ট, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলার প্রবীণ রাজনীতিবিদ শামসুল হক ভোলা মাস্টারের ওপর হামলার ঘটনা ঘটেছে।
চিকিৎসকরা জানান, ভোলা মাস্টারের মাথার মাঝখানে ক্ষত সৃষ্টি হয়েছে। সেখান চারটি সেলাই লেগেছে। এ ছাড়া তার দুই চোখের মাঝখানে আঘাত লেগেছে। আহত ভোলা মাস্টারের মাথার ভেতরের অবস্থা দেখার জন্য চিকিৎসকের পরামর্শে তার মাথায় সিটি স্ক্যান করা হয়েছে।
স্থানীয়রা জানান, তিনি ছাড়া আহত অন্যদের মধ্যে পান্নু, সজীব, খোকন সরদার ও কাইয়ুম হাসানের নাম জানা গেছে। ভোলা মাস্টারের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফরিদপুর-৩ আসনে ঈগল প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক শোয়েবুল ইসলাম বলেন, আমাদের নির্বাচন বানচাল করতে ভোলা মাস্টারের ওপর অতর্কিত হামলা চালায় নৌকার কর্মী-সমর্থকরা।
ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply