চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। এ নিয়ে গত ৪ সপ্তাহের মধ্যে প্রথম নিরাপদ আশ্রয় ধাতুটির দর কমলো। যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার শক্তিশালী হয়েছে। সেই সঙ্গে মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির দরপতন ঘটেছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, শুক্রবার (৫ জানুয়ারি) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২০৪৪ ডলার ২১ সেন্টে। সবমিলিয়ে এই সপ্তাহে গুরুত্বপূর্ণ ধাতুটির দর হ্রাস পেয়েছে ১ শতাংশেরও বেশি।
একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য নিষ্পত্তি হয়েছে ২০৪৯ ডলার ৮০ সেন্টে। চলমান সপ্তাহেও বেঞ্চমার্কটি দর হারিয়েছে। এ নিয়ে সাপ্তাহিক হিসাবে বিগত ৪ সপ্তাহের মধ্যে প্রথমবার স্বর্ণের দাম কমলো।
Leave a Reply