কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ভোটকেন্দ্রের বাইরে ঈগল ও নৌকা প্রতীকের সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তির মধ্যে নোয়াব মিয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার গুনাইঘর (দ.) ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ৭৭নং কাশারিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া নোয়াব মিয়া নৌকার সমর্থক ছিলেন বলে জানিয়েছেন তার ছেলে জুয়েল রানা।
মৃত নোয়াব মিয়া (৬০) কাশারীখোলা গ্রামের মৃত আবদু মিয়ার ছেলে। নিহতের ছেলে মো. জুয়েল রানা বলেন, ভোট দিয়ে কেন্দ্র থেকে ফেরার পর আমার চাচা মো. সেলিম মাস্টারের সঙ্গে ভোটের বিষয়ে কথা বলছিলেন। এ সময় ঈগল প্রতীকের কয়েকজন সমর্থক এসে বাবাকে ধাক্কা দিয়ে বাবার গলায় ঝুলানো গামছা ধরে টানাটানি করে। এরই মধ্যে অপর একজন তার গোপনাঙ্গে লাথি মারে। এতে তিনি মাটিতে পড়ে যান। তাকে তুলে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই নোয়াব মিয়া মারা যান। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন মৃত ব্যক্তি হাসপাতালে আছে মর্মে সংবাদ জানানো হয়েছে। ডাক্তার বলেছেন, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর ঘটনাটি রাজনৈতিক সহিংসতায় নাকি অন্য কোনো ঘটনায়, তা তদন্ত করে প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ জানা যাবে।
Leave a Reply