বরিশাল-৫ (সদর ও মহানগর) আসনের একটি কেন্দ্রের সামনে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে বরিশাল নগরের আলেকান্দা এলাকায় নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। অপর একটি ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার নিয়ে উত্তেজনা ছাড়ায়। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ সকাল পৌনে ১০টার দিকে নব আদর্শ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিনের (রিপন) সমর্থকেরা জটলা পাকান। সেখানে নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক সমর্থকেরা তাঁদের সরে যেতে বলেন। এ নিয়ে দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এতে কেন্দ্রের বাইরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে ছুটে এসে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে এতে কেউ আহত হননি।নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এইচ এম শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, কেন্দ্রের ভেতরে কোনো ঝামেলা হয়নি। ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে। বাইরে সামান্য ঝামেলার কথা শুনেছেন। তবে তাতে ভোট গ্রহণে কোনো প্রভাব পড়েনি।
এদিকে বেলা ১১টার দিকে বরিশাল সদর উপজেলার বাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার অভিযোগে নৌকার সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিনের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ায়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে।
এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা পলাশ শিকদার বলেন, এই কেন্দ্রে ৩ হাজার ৭৩২ ভোটারের মধ্যে আজ দুপুর ১২টা পর্যন্ত ৭৭১টি ভোট পড়েছে।
Leave a Reply