মিলন কান্তি দাস নলছিটি,ঝালকাঠি // ঝালকাঠিতে সাংবাদিক, লেখক, গবেষক ও দৈনিক প্রথম আলোর সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাবের সভাকক্ষে স্থানীয় দৈনিক গাউছিয়া পত্রিকার উদ্যেগে স্মরণ সভার আয়োজন করা হয়। পত্রিকার প্রকাশক অলোক সাহার সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত। স্মরণ সভায় বক্তব্য রাখেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক গাউছিয়ার আইন উপদেষ্টা বনি আমিন বাকলাই, দৈনিক গাউছিয়ার বার্তা সম্পাদক, নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি কেএম সবুজ, প্রথম আলোর জেলা প্রতিনিধি আ.স.ম মাহামুদুর রহমান পারভেজ প্রমূখ।
স্মরণ সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, যমুনা টিভির জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি দিলিপ মন্ডল, আরটিভির জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল, একাত্তর টিভির জেলা প্রতিনিধি তরুন সরকার, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি শফিউল ইসলাম সৈকত, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি এসএম রেজাউল করিম, প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি মিজানুর রহমান টিটু, বাংলাদেশ বুলেটিনের জেলা প্রতিনিধি কাজী সোলেইমান সুমন, ভোরের ডাকের জেলা প্রতিনিধি উজ্জল রহমান, দৈনিক গাউছিয়া’র নিজস্ব প্রতিবেদক মো. আরিফুর রহমান, কামরুজ্জামান সুইট,নাঈম হোসেন প্রমুখ। স্মরণ সভায় বক্তারা বলেন, মিজানুর রহমান খান বানিজ্য বিভাগের ছাত্র হয়েও সংবিধান ও আইন বিশেষজ্ঞ ছিলেন তিনি। একজন পরিচ্ছন্ন ও বিনয়ী সাংবাদিক হিসেবে সকলের কাছে সমাদৃত ছিলেন। তাঁর লেখা সংবিধান ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিতর্ক বইটি ব্যপক পাঠক সমাদৃত হয়েছে। মিজানুর রহমান খান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কৃতি সন্তান। তাঁকে হারিয়ে এ জেলা এক ক্ষণ জন্মা মানুষকে হারিয়েছে। পরে তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আগামীকাল শুক্রবার নলছিটি পৌরসভার স্টেশন রোডের বাস ভবনে প্রয়াতের আত্মার শান্তি কামনায় কোরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়েছে।
Leave a Reply