হৃদয় আরিফ।। নৌকার মাঝি হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে ২নং সোহাগদল ইউনিয়নের তিন বারের আওয়ামীলীগ সমর্থীত চেয়ারম্যান আঃ রশিদ কে চায় এলাকাবাসী। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আঃ রশিদকে নৌকার প্রার্থী হিসেবে দেখতে চায় স্থানীয় এলাকাবাসী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে জানুয়ারিতেই। এরই ধারাবাহিকতায় আলোচনা উঠে এসেছে সোহাগদল ইউনিয়নের বর্তমান ও তিন বারের চেয়ারম্যান আঃ রশিদ এর নাম। তাকে নিয়ে উপজেলার উন্নয়নের হিসাব-নিকাশও শুরু করেছে সাধারণ মানুষ। আঃ রশিদ তার রাজনৈতিক জীবনে নেছারাবাদ উপজেলা ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। তিনি বর্তমানে নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হিসেবে চায় নেছারাবাদ উপজেলার আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, আঃ রশিদ ভাইয়ের হাত ধরেই আমরা সুসংঘটিত হতে চাই উপজেলা বাসি। তারুণ্যের অহংকার এই সংগঠকই পারবে উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে। আমরা তাকেই সমর্থন দেব। আঃ রশিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে জনগণের জন্য কাজ করার সুযোগ দিলে আমি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তেই কাজ করবো। এলাকা সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘবে রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো। তিনি আরো বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই।
Leave a Reply