মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।।নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মু. আ. হামিদ জোমাদ্দার।
২২ জানুয়ারি সোমবার সন্ধ্যায় তিনি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য, সাংবাদিক ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, নলছিটি থানার অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী, নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সামসুল আলম খান বাহার, নলছিটি প্রেসক্লাবের সভাপতি ও নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মোঃ এনায়েত করিম, নলছিটি পৌরসভার কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী দুলাল, নলছিটি প্রেসক্লাবের সহ-সভাপতি ডা: ইউসুফ আলী তালুকদার, নলছিটি গার্লস স্কুলে এন্ড কলেজের শিক্ষক ও নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস,শিক্ষক নাজমুল হায়দার খান বাদল,প্রভাষক মল্লিক মনিরুজ্জামান প্রমুখ।
এর আগে ধর্ম মন্ত্রনালয়ের সচিব উপজেলায় নির্মিত মডেল মসজিদ পরিদর্শন করেন এবং নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রামে তার গ্রামের বাড়িতে এলাকার মানুষের সাথে একান্ত সময় কাটান।
Leave a Reply