জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাহী পরিষদ-২০২৪ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিসহ শীর্ষ দুই পদে জয় পেয়েছে আওয়ামী লীগপন্থী একাংশ ও বিএনপিপন্থী শিক্ষকদের সমন্বয়ে গঠিত প্যানেল ‘শিক্ষক ঐক্য পরিষদ’।
সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় গণনা শেষে ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বাংলা বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ কাহালি।
এবার ১৫টি পদের মধ্যে সভাপতি ও সহ-সভাপতিসহ চার পদে আওয়ামী লীগপন্থীদের একাংশ ও বিএনপিপন্থী শিক্ষকদের সমন্বয়ে গঠিত ‘শিক্ষক ঐক্য পরিষদ’ জয়লাভ করেছে। অন্যদিকে সম্পাদক, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষসহ ১১টি পদে জয়লাভ করেছেন আওয়ামী লীগ সমর্থিত ভিসিপন্থী শিক্ষকদের সংগঠন‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’।
নির্বাচনে সভাপতি পদে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) অধ্যাপক মো: মোতাহার হোসেন জয়লাভ করেছেন। তিনি শিক্ষক ঐক্য পরিষদের প্যানেল থেকে নির্বাচন করেন। একই প্যানেল থেকে সহ- সভাপতি পদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ জয়লাভ করেন। এছাড়া এ প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে জয়লাভ করেছেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) অধ্যাপক আইরীন আখতার ও ইতিহাস বিভাগের অধ্যাপক খোন্দকার লুৎফুল এলাহী।
অপরদিকে, ভিসিপন্থী প্যানেল‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ থেকে সম্পাদক পদে রসায়ন বিভাগের অধ্যাপক শাহেদ রানা, যুগ্ম-সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো: মোস্তাফিজুর রহমান ও কোষাধ্যক্ষ পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো: এজহারুল ইসলাম।
এছাড়া নির্বাহী সদস্য পদে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান, ফার্মেসি বিভাগের অধ্যাপক কে এম খাইরুল আলম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক জহিরুল ইসলাম খন্দকার, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ফাহমিদা আক্তার, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মো: নুরুল আমিন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত বণিক, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল রনি, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো: মোস্তাফিজুর রহমান এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক আফসানা হক।
এরআগে, বিশ্ববিদ্যালয় ক্লাবে সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার নির্বাচনে ৬১০ জন ভোটারের মধ্যে ৫৮১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে দুই প্যানেল থেকে মোট ৩০ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন।
Leave a Reply