মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।। নলছিটিতে বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যদিয়ে
পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ ।
দিবসটি উপলক্ষ্যে নলছিটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাত ফেরী, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
২১ ফেব্রুয়ারীর প্রথম প্রহরে নলছিটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, নলছিটি থানা, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, নলছিটি পৌরসভা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, উপজেলা জাতীয় পার্টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ, সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়, নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ, নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্র, নলছিটি প্রেস ক্লাব, বিডিক্লিনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।
সকালে সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠান ও ভবনসমূহে জতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল১০টায় প্রভাত ফেরি, হাতের লেখা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সকাল সারে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান,পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আ: ওয়াহেদ খান, সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়, নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী,সাবেক জেলা পরিষদ সদস্য খোন্দকার মজিবুর রহমান প্রমূখ।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন বিষয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
Leave a Reply