নিজস্ব প্রতিবেদক।। নলছিটি পৌরসভার ৯৬ নম্বর বৈচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন শিক্ষক মিলন কান্তি দাস।
২৪ এপ্রিল বুধবার সকাল ১০টায় বিদ্যালয়ের সভাকক্ষে পরিচালনা পর্ষদের প্রথম সভায় সভাপতি ও সহ সভাপতি নির্বাচিত হয়। বর্তমান সভাপতি মোহম্মদ শাহীন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতি ক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক, দৈনিক গাউছিয়া’র বার্ত সম্পাদক ও নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস। সহসভাপতি নির্বাচিত হয়েছেন শরীফ মিজানুর রহমান লালন,সদস্য সচিব মোসাম্মত নাসরিন জাহান বেগম(প্রধান শিক্ষক, পদাধিকার বলে)। অঅন্যান্য সদস্যরা হলেন নূরে আলম হাওলাদার (কাউন্সিলর), তানজিলা আক্তার, মোঃ আবদুল কুদ্দুস হাওলাদার, মোঃ শহীদুল ইসলাম, আবুল হোসেন,মোসাঃ শাহীনুর বেগম, দিলরুবা আক্তার।
এই কমিটি আগামী তিন বছরের জন্য বিদ্যালয়ের সার্বিক কল্যানে ও শিক্ষার মান উন্নয়নে কাজ করবে।
Leave a Reply