মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন হয়েছেন সালাহ উদ্দিন খান সেলিম (মটর সাইকেল প্রতীক)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী তছলিম উদ্দিন চৌধুরী (আনারস)।
এছাড়াও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মোঃ মনিরুজ্জামান মনির বই প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তার নীকটতম প্রতিদ্বন্দি মোঃ বদরুল আলাম (তালা)।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বেসরকারিভাবে কলস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আয়শা আক্তার রিনা। । তার নিকটতম প্রতিদ্বন্দি মোর্শদা বেগম (প্রজাপতি)।
সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলে চারটা পর্যন্ত। ভোটারের উপস্থিতি কম হলেও ভোটাররা অবাধে তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেছেন।
Leave a Reply