তজনস্বার্থে কাজ করে নিরবে পথচলা নিয়াজ মোহাম্মদ’র।
~ হতে চান জনস্বার্থে কাজ করা বিজ্ঞ আইনজীবীদের মত একজন~
স্টাফ রিপোর্টার // লেখক ও তরুন সাংবাদিক নিয়াজ মোহাম্মদ।তরুন এই সাংবাদিক একইসাথে একজন আইন শিক্ষার্থী,মানবাধিকার কর্মী এবং অনলাইন এক্টিভেট।তিনি দীর্ঘদিন তার জন্মস্থান বরিশাল বিভাগীয় শহরে সাংবাদিকতা ও সাংস্কৃতিক বিভিন্ন কার্যক্রমে জড়িত ছিলেন।স্নাতক পাশের পর রাজধানীর একাধিক পত্রিকায়,ম্যাগাজিনে চাকরীর পাশাপাশি লেখালেখিতে জড়িত আছেন।নিয়াজ মোহাম্মদ এক সাক্ষাৎকারে নিজেকে সাংবাদিকতার পাশাপাশি ভবিষ্যতে জনস্বার্থে কাজ করা আইনজীবীদের মত হতে চান বলে জানান। তিনি বলেন ‘ সাংবাদিকতা ও জনস্বার্থে আইনি কার্যক্রম চালিয়ে যাওয়া একই সূত্রে গাঁথা বলে মনে করি।আইনের একজন শিক্ষার্থী হিসেবে অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করার মনোভাব অবশ্যই আছে। সেই থেকেই ভবিষ্যতে নিজেকে দেশ বরেণ্য জনস্বার্থে কাজ করা বিজ্ঞ আইনজীবী জনাব গোলাম আব্বাস চৌধুরী দুলাল স্যার,বিজ্ঞ আইনজীবী জনাব মনজিল মোর্সেদ স্যার,বিজ্ঞ আইনজীবী জনাব সৈয়দ সায়েদুল হক সুমন স্যারকে অনুসরণ করছি।আইন পাশ করার পর তাদের দেখানো পথেই চলার ইচ্ছে আছে।’
এছাড়াও তিনি বলেন ‘শুধুমাত্র সাংবাদিকতা ও আইন বিষয়ের বই নিয়ে একটি পাঠাগার করারও ইচ্ছে আছে আমার ‘
উল্লেখ করা যেতেই পারে যে, নিয়াজ মোহাম্মদ তার সাংবাদিকতা পেশার পাশাপাশি ইতিমধ্যে মানবাধিকার ও জনস্বার্থে মামলার বিষয়ে বিজ্ঞ আইনজীবীদের সাথে যোগাযোগ রক্ষা ও সহযোগিতা করে চলেছেন।
ব্যক্তি জীবনঃ
নিয়াজ মোহাম্মদ এর জন্ম বরিশাল জেলায়।তার পৈত্রিক নিবাস নগরীর কাশিপুরে ‘রনি ভিলা’তে তার জন্ম হয়।পিতা নূর মোহাম্মদ মিঞা একজন সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা। মা আলেয়া বেগম ছিলেন গৃহিণী।শিক্ষা জীবনে লেখক নিয়াজ মোহাম্মদ একাধিক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন।সর্বশেষ তিনি ঐতিহ্যবাহী হাজী তাহের উদ্দিন ডিগ্রী কলেজ থেকে বিএ পাশ করার পর শহীদ এ্যাডভোকেট আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়তে আইন বিষয়ে এলএলবি’র শিক্ষার্থী হিসেবে রয়েছেন।তিনি অপরাধ ও দুর্নীতি বিষয়ে বরিশাল ও ঢাকাতে দীর্ঘ সময় ধরে বিভিন্ন জাতীয়,আঞ্চলিক পত্রিকা,ম্যাগাজিন এ নিয়মিত লেখালেখি করছেন।এছাড়া তিনি জাতীয় ও আঞ্চলিক পত্রপত্রিকায় নিয়মিত পেশাদার সাংবাদিক হিসেবে কাজ করে চলেছেন।এছাড়াও তিনি বিভিন্ন মাধ্যমে আইন,অপরাধ বিজ্ঞানসহ বিভিন্ন বিষয় কলাম লিখছেন।তিনি একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসহ বিভিন্ন দুর্নীতি বিরোধী সংস্থার সদস্য।
Leave a Reply