আইজিপি কমপ্লেইন সেল এ বিচার চাইলেন ভুক্তভোগী ;
এসআইর দাবী অভিযোগ অসত্য।
স্টাফ রিপোর্টার// পিরোজপুর এর এসআই আব্দুর রহিম এর বিরুদ্ধে আইজিপি কমপ্লেইন সেল এ বিচার চাইলেন ভুক্তভোগী শাকিল মাহমুদ।তিনি একটি মামলার বাদি হওয়ায় এ দুর্নীতির ভুক্তভোগী হন এসআই আব্দুর রহিম দ্বারা;অভিযোগ তার।
ভুক্তভোগী লিখিতভাবে অভিযোগ করেন যে, পিরোজপুর জেলার সদর থানার এসআই জনাব মোঃ আব্দুর রহিম একজন অসৎ, দুর্নীতিবাজ ও অপেশাদার ব্যক্তি।তিনি পিরোজপুর সদর থানায় আমার দায়েরকৃত ১৭ মার্চ একটি খুনের চেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োজিত হন।নিয়োজিত হওয়ার পর থেকে তার তদন্ত পদ্ধতি ও জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ রহস্যজনক ছিল।তার তদন্ত এক তরফা হওয়ার আশঙ্কায় আমি সদর সার্কেল এসপি মহোদয়কে লিখিতভাবে অবগত করেছিলাম।তিনি আশ্বাস দিয়েছিলেন তদন্ত নিরপেক্ষ হবে।অথচ, উক্ত আব্দুর রহিম বিবাদীদের কাছ থেকে প্রভাবিত হয়ে লাভবান হওয়ার দরুন আমার মামলার ১ নং আসামী রনি(৩৭)কে বাদ দিয়ে ২ নং আসামী আমার বৃদ্ধ পিতা সেকেন্দারকে আসামী রেখে চার্জশিট তৈরি করেছেন এবং তাতে আমার সাক্ষর গ্রহণ করতে এসেছিলেন।আমি এ ঘটনার প্রতিবাদ করলে তিনি আমাকে বিবাদীদের সাথে মিলে ক্ষতি করার হুমকি দেয়। তিনি আমার ন্যায় বিচার পাওয়ার পথে বাঁধা হয়ে দাড়িয়েছেন এবং মিথ্যা, ভুল রিপোর্ট দিয়ে ইচ্ছেকৃতভাবে আমার মামলার ক্ষতির পায়তারা করেছেন।তার এহেন কর্মকান্ডে আমার সুবিচার পাওয়ার যে সাংবিধানিক অধিকার রহিয়াছে তাহা ক্ষুন্ন হইতেছে।একইসাথে প্রকৃত অপরাধীদের ছেড়ে আমার জীবন সংকটাপন্ন পরিস্থিতিতে ফেলে দিচ্ছেন যাহা মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতি। তার এই অসদাচরণ এর তদন্ত পূর্বক বিচারের আবেদন করছি।’
এ বিষয়ে এসআই আব্দুর রহিম বলেন ‘ বিষয়টি আমার উর্ধতন কর্মকর্তা জানেন।আমি কোন অপরাধ করিনি ‘
Leave a Reply