প্রতিনিধি,নলছিটি,ঝালকাঠি।। নলছিটিতে অলাভজনক সামাজিক সংগঠন নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
১৯ জুন বুধবার সকালে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।
সংগঠনটির উদ্যোগে প্রতি বছর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সড়কের পাশে বৃক্ষ করে আসছে।
২০২৪ সালের বর্ষা মৌসুমের শুরুতেই এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ে বিশ বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপণ করা হয়।
সংগঠনের সভাপতি মো:রেজাউল করিম সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সালাহউদ্দিন খান সেলিম। উপস্থিত ছিলেন নলছিটি ডিগ্রী কলেজের সাবেক সহযোগী অধ্যাপক সামসুল আলম খান বাহার,সংগঠনের সহ সভাপতি ব্যারিস্টার শেখ মইনুল করিম,সংগঠনের সহ সভাপতি মিজানুর রহমান,ব্যাংক কর্মকর্তা মনির হোসেন, প্রভাষক মল্লিক মনিরুজ্জামান,
শিক্ষক আলমগীর হোসেন, স্থানীয় সমাজকর্মী বালী তূর্য,শিক্ষক মশিউর রহমান, মো:জয়নুল আবেদিন সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি এসএম রেজাউল করিম বলেন, বৃক্ষরোপণ এখন আর কোনো সাধারণ শখের পর্যায়ে নেই, এটি এখন পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমাদের অস্তিত্বের লড়াই হয়ে দাঁড়িয়েছে। এ জন্য আমরা সাংগঠনিক কর্মসূচি অনুযায়ী বৃক্ষরোপণ অভিযান শুরু করেছি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ফরহাদ।
Leave a Reply