ইন্দুরকানীতে কমিটি গঠনে বাণিজ্য, আওয়ামী লীগের সঙ্গে আতাতকারী ও অযোগ্যদের কমিটিতে স্থান দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ৩৬ সদস্যের মধ্যে ২২ নেতাকর্মী কমিটি থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ইন্দুরকানী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পদত্যাগ করেন। পদত্যাগপত্রে ২২ জনের স্বাক্ষর থাকলেও এ সময় ৮ জন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ শিকদার। লিখিত বক্তব্যে তারা জেলা ও উপজেলা কমিটির বিরুদ্ধে কমিটি গঠনে উৎকোচ গ্রহণ, আওয়ামী লীগের সঙ্গে আতাতকারী ও দীর্ঘদিন দলে নিষ্ক্রিয়দের কমিটিতে স্থান দেওয়ার অভিযোগ এনেছেন। উদাহরণ হিসেবে তারা বলেছেন- বালিপাড়া ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সদস্য সচিব আব্দুল জলিল ২ বছর আগেও দলের সঙ্গে যুক্ত ছিলেন না এবং শহিদুল ইসলাম বাবুল দলে নিষ্ক্রিয় হলেও তাকে আহবায়ক করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক মো. এম ছগির, আবুল কালাম আজাদ, সদস্য দুলাল ফকির, নুরুজ্জামান নাদিম, আবুল কালাম খান।
পদত্যাগ করা আহবায়ক কমিটির সদস্য জানান, জেলা ও উপজেলার আহবায়ক ও সদস্য সচিবের পছন্দ অনুসারে নিষ্ক্রিয় কর্মীদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। ইন্দুরকানী উপজেলা আহবায়ক কমিটি দীর্ঘ প্রায় দুই বছরের মধ্যেও সদস্যদের নিয়ে একটি সভা আয়োজন করতে পারে নাই। কমিটির কার্যক্রম নিষ্ক্রিয় হওয়ায় আমরা পদত্যাগ করি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ হোসেন বলেন, নিয়ম অনুসারে জেলা ও উপজেলার নেতাদের সঙ্গে আলোচনা করেই এ কমিটি গঠন করা হয়েছে। এখানে নিয়োগ বাণিজ্য হয়নি।
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামাল লাভলু বলেন, কারা পদত্যাগ করেছেন এবং কী কারণে করেছেন তা জানি না। কপি হাতে পাওয়ার পর বলতে পারব। আর বিএনপিতে কমিটি গঠনে বাণিজ্যের কোনো প্রশ্নই আসে না। যারা তুলনামূলক কম পদ পায় তারাই বাণিজ্যের অভিযোগ আনে।
Leave a Reply