বিয়ের পর প্রথম জন্মদিন। অনুষ্ঠান হবে না, খাওয়া-দাওয়া হবে না, উপহার থাকবে না— তা কি হয়। স্ত্রী শ্রীময়ীর জন্মদিন বলে কথা। তাই আবেগে ভরা পোস্ট করলেন অভিনেতা কাঞ্চন মল্লিক৷ গতকাল ছিল কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ীর বিয়ের পর প্রথম জন্মদিন। বিশাল আয়োজন করা হয়। সবই ছিল আয়োজনে। তারই নানান ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শ্রীময়ী। অন্যদিকে কাঞ্চন মল্লিকেও সোশ্যাল মিডিয়ায় আবেগে ভরা পোস্ট করেন। তবে সেই পোস্টে কমেন্ট করার জো নেই৷ কারণ তাতে কাঞ্চন তালা ঝুলিয়ে রেখেছেন৷ তবে এই দিনটি শ্রীময়ী কীভাবে কাটাচ্ছেন, বিয়ের পর প্রথম জন্মদিনে কাঞ্চনের থেকে তিনি কী উপহার পেলেন, সবই জানালেন হিন্দুস্তান টাইমস৷
হিন্দুস্তান টাইমসের আরও জানায়, অভিনেত্রী তথা কাঞ্চন-ঘরণী শ্রীময়ী চট্টরাজ মল্লিকের গতকাল ছিল জন্মদিন। বিয়ের পর এটাই ছিল প্রথম জন্মদিন। বিশাল আয়োজন করা হয়। সেখানে স্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আবেগী পোস্ট করেন কাঞ্চন মল্লিক৷ তবে সেই পোস্টে মন্তব্য করার কোনো অপশন ছিল না৷ কারণ সেই পোস্টের কমেন্ট সেকশনে তালা ঝুলিয়েছেন শ্রীময়ীর স্বামী অভিনেতা কাঞ্চন। অন্যদিকে তার জন্মদিনের বিশাল আয়োজনের নানান ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, ‘প্রচুর উপহার পেয়েছি। জারার একটা ড্রেস, ভোগের সানগ্লাস, কেপ্রিজের ব্যাগ, ব্রেসলেট, ঘড়ি সব দিয়েছে। আর সবই কাঞ্চন দিয়েছে। এ ছাড়া অনেকগুলো অনলাইন অর্ডার করেছিলাম, সেগুলোও কাঞ্চনই দিয়েছে। আর মা টাকা দিয়েছে।’
এদিকে জন্মদিনের সেলিব্রেশন প্রসঙ্গে শ্রীময়ী বলেন, মা-বাবা কালই আমার কাছে এসেছে। তবে সেলিব্রেশন এখন অর্ধেক হয়েছে। বিকালে শ্বশুরবাড়ির লোকজন আসবে। তার পর আবার বাকি সেলিব্রেশন হবে।
বিয়ের পর প্রথম জন্মদিন। আর জীবনের এই বিশেষ দিনটি কীভাবে উদযাপন করছেন প্রশ্ন করতেই শ্রীময়ী বলেন, ‘আজকে কোনো কাজ করিনি। সকাল থেকেই শুধু খাওয়াদাওয়া করেছি। দুপুরের লাঞ্চে মা রান্না করেছেন অনেক কিছু, আর সবকিছু অ্যারেঞ্জ করেছে কাঞ্চন। মেন্যুতে অনেক কিছু ছিল— পোলাও, ভাত, ডাল, মাছ, মাংস, ধোকার ডালনা, পনিরসহ আরও অনেক কিছু।
এদিকে বিয়ের ৫-৬ মাস হলো এখনো হানিমুনে যাওয়া হয়নি বলে অনেকের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন শ্রীময়ী। ভীষণ কষ্ট পাচ্ছেন তিনি। তবে কাঞ্চন সারপ্রাইজ দেবে বলে জানিয়েছে শ্রীময়ী। কাঞ্চন বলেছে— ‘এমন জায়গায় নিয়ে যাব, যে গেলেই মন খুশি হয়ে যাবে।’ কোথায় যাচ্ছি, সেটা নিশ্চয়ই সবাইকে জানাব।
Leave a Reply