নলছিটি,ঝালকাঠি প্রতিবেদক।। নলছিটি উপজেলা বিএনপি ও ছাত্রজনতার
উদ্যোগে স্মরণ সভা ও কোটা বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার শান্তির দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
৬ জুলাই বিকেলে নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এ আয়োজনে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন,সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল, সাধারন সম্পাদক গাজী গোলাম মোস্তফা (সেলিম গাজী),পৌর বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান,সাবেক কমিশনার ও বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন,সরোয়ার তালুকদার, জেলা ছাত্রদল সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন দিপু, জিয়াউল কবির মিঠু, স্বেচ্ছাসেবক দলনেতা তৌহিদুল আলম মান্না, সাইদুল কবির রানা, মেহেদী হাসান তারেক,যুবদল নেতা পলাশ সজ্জন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা খালেদ সাইফুল্লাহসহ উপজেলা বিএনপি,পৌর বিএনপি,যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ।
সভায় বক্তরা নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বলেন কোন প্রকার সহিংসতা করা যাবে না। কোন উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি না হয় সে দিকে দলের নেতা কর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেন। ওয়ার্ড ইউনিয়নে সহিংসতা প্রতিরোধ কমিটি করা হবে বলে জানান তারা।
সবাইকে লক্ষ্য রাখতে হবে ছাত্র জনতার এই অর্জন যেন কেউ নষ্ট করতে না পারে।
সবাই পরিস্থিতির দিকে লক্ষ্য রাখবেন কেউ যেন কারো জানমালের ক্ষতি সাধন করতে না পারে।
পরে কোটা বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার শান্তির জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা হানজালা নোমানী।
Leave a Reply