সটাফ রিপোর্টার : ভাসানচন নেছারিয়া ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইলিয়াস হোসেন মোবাইল ফোনে জানান, সোমবার (২৩সেপ্টেম্বর) মাদ্রাসা অধিদপ্তরে লাইব্রেরীয়ান শাহিন হোসেনকে ডাকেন,তার সার্টিফিকেট অনলাইনে দেখাতে পারেনি। তাই মূল সার্টিফিকেটের ফটোকপি সেখানে দিয়ে আচ্ছেন। সার্টিফিকেটের বিষয়টি তারা তদন্ত করে দেখবেন।
উল্লেখ্য যে ভাসানচন নেছারিয়া ফাযিল মাদ্রাসায় লাইব্রেরীয়ান শাহিন হোসেন এর সার্টিফিকেট অনলাইনে নেই। এই সার্টিফিকেট দিয়েই তিনি দীর্ঘ সাত বছর ধরে চাকরি করে আসছেন । এবং ওই মাদ্রাসার যাবতীয় সুযোগ সুবিধা এবং বি.এড করার জন্য ছুটিতে থেকে চলতি বছরের (ফেরুয়ারী ২০২৪ইং) থেকে আগস্ট মাস পর্যন্ত বেতন ভাতা উত্তোলন করে ভোগ করছেন তিনি। তবে সার্টিফিকেটের বিষয়টি মাদ্রাসা অধিদপ্তরের নজরে নেয়ার জন্য বিশেষ ভাবে দাবি জানান সচেতন মহল ।
এই বিষয়টি মাদ্রাসায় জানাজানি হওয়ার পরেও বহাল তবিয়তে রয়েছেন কতৃপক্ষ। ২০১৭ সালে ভাসানচন নেছারিয়া ফাযিল মাদ্রাসায় লাইব্রেরীয়ান পদে নিয়োগ পান শাহিন হোসেন। তার মাসিক বেতন ধার্য করা হয় ২১,৮৯৭ টাকা।
এ বিষয়ে লাইব্রেরীয়ান শাহিন হোসেন এর সাথে কথা বললে তিনি জানান, ভাই এবিষটি আমার ব্যক্তিগত। আমায় মাদ্রাসা অধিদপ্তরে ডেকে ছিল সেখানে আমি কাগজপত্র দিয়ে এসেছি বিষয়টি তারা দেখবেন। তিনি আরো জানান, আমার সনদ রয়েল ইউনিভার্সিটির।
শাহিন হোসেন এর গ্রামের বাড়ি কাজিরহাটের সাত হাজার বিঘা ভাষানচর। এই গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান এর ছেলে।
Leave a Reply