মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।। নলছিটি পৌরসভার বেশিরভাগ সড়কগুলো দীর্ঘদিন পর্যন্ত সংস্কার না হওয়ার কারনে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। চলাচলের অনুপযোগি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
২৯ সেপ্টেম্বর রবিবার সকালে স্ট্যান্ডে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কৃষক,শ্রমিক,মজুর, ছাত্র জনতাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। এতে বক্তারা রাস্তাগুলো সংস্কারের অভাবে জন দূর্ভোগের কথা তুলে ধরেন। দেড়শতো বছরের পুরনো পৌরসভার এমন বেহাল দশার কারন জানতে চান তারা। তারা উন্নয়ন কাজ না করে অর্থ লুটপাটের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। প্রায় এক দশকের বেশি সময় ধরে পৌরসভার কোনো ওয়ার্ডেরই চোখে পড়ার মতো তেমন কোন উন্নয়ন হয়নি। ফলে প্রায় প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়কগুলো চলাচলের অযোগ্য এবং মরনফাদ পরিনত হয়েছে। এলাকার গর্ভবতী নারী,বৃদ্ধ, শিশুদের অসুস্থ অবস্থায় চিকিৎসা নিতে যেতে যে ভোগান্তির শিকার হতে হয় তা তুলে ধরেন।সুর্যপাশা এলাকার এক গর্ভবতী নারীকে হাসপাতালে নেয়ার পথে গাড়ির ঝাকুনীতেই রাস্তায় সন্তান প্রসবের মতো মর্মান্তিক ঘনাগুলোও তুলে ধরেন বক্তারা। তারা নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই রাস্তাঘাটের সংস্কার আদায় করতে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান।
কোনো উন্নয়ন না হলেও গত কয়েকবছর যাবত বারবারই পৌরসভার নানান দুর্নীতি এবং অনিয়মের তথ্য ফাস হওয়ায় জনমনে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে কাজ না করেও কাগজে কাজ সম্পন্ন করে বিল উত্তোলন করে নেয়া হয়েছে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে।
এছাড়াও বক্তারা অভিযোগ করেন নলছিটি পৌরসভার গত দশ বছরের আয় ব্যায়ের কোনো হিসাবের কাগজপত্র,স্থানীয় সরকার বিভাগ থেকে প্রাপ্ত বরাদ্দ,রাজস্ব আয় এবং তা খরচের গৃহীত প্রকল্পের কোনো ফাইলপত্র পৌরসভায় খুজে পাওয়া যাচ্ছে না। এমন অবহেলা এবং অনিয়ম চলতে থাকার ঘটনায় তারা ক্ষোভ এবং বিস্ময় প্রকাশ করেন।এবং আগামী তিন দিনের মধ্যে গোপন করা ফাইল পত্র পৌরসভায় ফেরত দিয়ে না আসলে কঠোর আইনি পদক্ষেপ নেয়ার হুশিয়ারি দেন বক্তারা।
পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের সম্পদের পাহাড় গড়ার গোপন রহস্যও জানতে চান তারা।এছাড়াও আগামী সাত দিনের মধ্যে সংস্কার সম্পন্ন না করে উত্তোলন করে নেয়া অর্থে ফের সড়ক সংস্কার কাজ শুরু করার এবং সল্প সময়ে তা সম্পন্ন করার তাগিদ দিয়ে কাজ শুরু করতে দশ দিনের আল্টিমেটামও দেন নাগরিকরা।
এতে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সুজন সভাপতি খলিলুর রহমান মৃধা,উপজেলার সমাজসেবক এফ এইচ রিভান,সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য,ব্যবসায়ী মনির হোসেন,আকশ তালুকদার,ছাত্র জনতার পক্ষে খালিদ সাইফুল্লাহ,সেচ্ছাসেবী ইমরান হোসেন,ওয়ার্কশপ কর্মী নাসির হোসেন, সুর্যপাশা এলাকার গোলাম মোস্তফা,চ্যারাগ আলী,ভ্যান চালকদের পক্ষ থেকে সোহাগ হোসেন,ইজিবাইক চালকদের পক্ষে মো: খোকন,আল আমিন হোসেন,মোটরসাইকেল শ্রমিকদের পক্ষে মো:বাচ্চু প্রমুখ।
Leave a Reply