দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ঘরের মাটিতে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসান রয়েছেন স্কোয়াডে।
এক বিবৃতিতে বুধবার (১৬ অক্টোবর) দল ঘোষণা করেছে বিসিবি। ঢাকা টেস্টের দলে নেই পাকিস্তানে গিয়ে চোট পাওয়া শরিফুল ইসলাম। এছাড়াও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে থাকা দল থেকে বাদ পড়েছেন খালেদ আহমেদ। যদিও তার বদলি হিসেবে কাউকে সুযোগ দেয়নি বিসিবি।
সাকিব সর্বশেষ ভারত সফরে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন। দেশের মাটিতে টেস্ট খেলে এই ফরম্যাটকে বিদায় বলতে চেয়েছিলেন তিনি। এবার সেই সুযোগ পাচ্ছেন দেশসেরা এই ক্রিকেটার।
২১ অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
প্রথম টেস্টে বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
Leave a Reply