নলছিটিতে দৈনিক কালবেলা পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৬ অক্টোবর বুধবার সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, সভাপতিত্ব করেন নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক কালবেলা পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন নলছিটি থানা ইন্সপেক্টর (ওসি তদন্ত) মো. আশ্রাব আলী,নলছিটি সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক সামসুল আলম খান বাহার, নলছিটি প্রেসক্লাবের নির্বাহী সদস্য আ. কুদ্দুস তালুকদার, নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম সবুজ প্রমুখ।
নলছিটি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিলন কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply