মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি ।। নলছিটিতে ইঁদুর মারার বিষ খেয়ে রমজান হাওলাদার (৩) ও লামিয়া আক্তার(৪) নামে দুই চাচাতো ভাই বোনের করুণ মৃত্যু হয়েছে।
১৪ নভেম্বর বৃহস্পতিবার রাতে ইঁদুর মারা বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ দুই শিশুকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণ।করেন। বিষয়টি
নিশ্চিত করেছেন নলছিটি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম।
মৃত শিশু দুটি নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখড়পাড়া গ্রামের কামাল হাওলাদারের মেয়ে ও রানা হাওলাদারের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই বোন।
পরিবারের সদস্যরা জানিয়েছে ১৩ নভেম্বর বুধবার দুপুরে দুইজন ঘড়ের ভিতর খেলছিলো। খেলার কোন এক সময় খাটের নিচে থাকা ইঁদুরের ওষুধ দুজনেই খেয়ে ফেলে। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়েই তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নলছিটি থানার অফিসার ইনচার্জ আবদুস ছালাম জানিয়েছেন,দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply