মিলন কান্তি দাস, নলছিটি-ঝালকাঠি।। নলছিটি পৌরসভার সড়কগুলো প্রশস্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে পৌর প্রশাসন।১৬ নভেম্বর শনিবার সকালে পৌরসভার মল্লিকপুর এলাকা থেকে সুর্যপাশার রাস্তা প্রশস্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে নলছিটি পৌরসভা এবং উপজেলা প্রশাসন।
নলছিটি পৌরসভার প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার মো:নজরুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। এসময় তার সাথে ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মো:আবুল হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রশাসনের এমন উদ্যোগ গ্রহণ করায় সুশীল সমাজের নেতৃবৃন্দ সাধুবাদ জানিয়েছেন। অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে তাদেরকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার দাপ্তরিক ভাবে নোটিশ পাঠানো হয়েছিলো।
স্থানীয়রা বলেন রাস্তাটির এক পাশে খাল দখল করে রেখেছিলেন প্রভাবশালীরা। ফলে সড়কটি সংকীর্ণ হয়ে গেছে। ফলে একটি রিক্সা পর্যন্ত যেতে পারে না,চলাচল করাও ছিলো ঝুকিপূর্ণ। দীর্ঘদিন যাবত সড়কটির সংস্কার না হওয়ায়ও ওই সড়কের লোকজন দুর্ভোগে ছিলো। তারা বলেন সড়কটি প্রশস্তকরনের পরে রাস্তাটি সংস্কার করা হলে আমাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। আমরা পৌরসভার প্রশাসককে এই মহতি উদ্যোগের জন্য সাধুবাদ জানান।
নলছিটি পৌরসভার প্রশাসক মো নজরুল ইসলাম বলেন পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক গুলো দ্রুত সংস্কার এবং প্রশস্ততা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
Leave a Reply