ঝালকাঠির নলছিটি উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মোহাম্মদ মোহসীন কে আহবায়ক ও রাশেদ খান মিঠুকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আজ শনিবার (৩০ নভেম্বর) দুপুরে নলছিটি উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভায় উপস্থিত সব সদস্যের সম্মতিতে এ সিদ্ধান্ত হয়।
এতে যুগ্ম আহবায়ক করা হয়েছে, এইচ এম সিজার, মোঃ আজমল হোসেন,আবুল বাশার , খান মাইন উদ্দিন,ইব্রাহিম খান শাকিল ও খান বশির এবং সদস্যরা হলেন,অধ্যাপক মেজবাহ উদ্দিন খান রতন,বিন ই আমিন, আমির হোসেন,কামাল হোসেন, গোলাম মাওলা শান্ত, মিজানুর রহমান, মনির হোসেন শহিদ, এস এম আল-আমীন, কামরুজ্জামান সুইট, ইব্রাহিম খান আল আমিন , সাখাওয়াত হোসেন সোহাগ, মিরাজ তালুকদার, গাজী আরিফুর রহমান,আল আমিন ফকির, খলিফা মাঈনুল,বশির তালুকদার, কামরুল ইসলাম, সরদার জসিম, শাকিল খান, সাইদুল ইসলাম, মনির হোসেন জয়,রাজিব কুমার মালো, রাকিব সিকদার প্রমুখ।
গঠিত আহ্বায়ক কমিটি নির্বাচন কমিশন গঠন করে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।
Leave a Reply