মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।। নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিজয় দিবস
দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে তোপোধ্বনী ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল সারে ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১’র বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
সকাল ১০টায় নলছিটি চায়না মাঠে বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মিসেস ইউএনও ফারহানা খান মিথিলা, নলছিটি থানার অফিসার ইনচার্জ মো আব্দুস সালাম,উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:শিউলি পারভীন, নলছিটি পৌরসভার নির্বাহী কর্মকর্তা (ভার)ইঞ্জিনিয়ার আবুল হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা। অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
সকাল ১১টায় বীর প্রায় দেড় শতাধিক মুক্তিযোদ্ধাদের উপজেলা উপজেলা প্রশাসন সংবর্ধনা ও সম্মাননা প্রদান করে।
বিকেলে হাডুডু খেলা, ফুটবল ম্যাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
Leave a Reply