মো: রাব্বি মোল্লা, নলছিটি- ঝালকাঠি ।। ঝালকাঠির শ্রেষ্ঠ সম্মাননা পুরষ্কার পেল বন্ধুমহল ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি।
সুখী সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ সমবায় হিসেবে নির্বাচিত হয়েছে জেলার নলছিটি উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট বন্ধুমহল ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি।
শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে সমবায়সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ নিয়ে র্যালি বের হয়ে শহর ঘুরে একই স্থানে শেষ হয়। জাতীয় সঙ্গীতের মধ্যেদিয়ে অনুষ্ঠানের উদ্ভোধন করেন জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান।
“সমবায়ে বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে ঝালকাঠি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমবায় অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাজিয়া আফরোজ, বিশেষ অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সমবায়ী মাসুমা খানম, পানি সমন্বয় সমিতির কর্মকর্তা জি এম মোর্শেদ ও অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, সমবায় জনগণকে মানসিকভাবে শক্তিশালী ও কর্মসংস্থানের সৃষ্টি করে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে সমবায়। বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সমবায়ের বিকল্প নেই। এটি সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করে থাকে।
দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গ্রামীণ দারিদ্র্য জনগোষ্ঠীকে ঋণ, প্রশিক্ষণ ও উপকরণসহ বিভিন্ন সহযোগিতা করে থাকে। সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান অতিথিরা।
কর্মসম্পাদনে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরুপ ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে নলছিটির দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্ট এ অবস্থিত “বন্ধুমহল ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির” স্বত্বাধিকারী মো. রিয়াজ আহমেদ এর হাতে ক্রেষ্ট তুলে দেওয়া হয়।
Leave a Reply