ষ্টাফ রিপোর্টার : বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপের বিরুদ্ধে রুম দখল ও ছুটি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নির্দেশনা অনুযায়ী সম্প্রতি তাকে লাইব্রেরিতে বদলি করা হলেও তিনি সেখানে যোগদান করেননি। বরং পূর্বের দাপ্তরিক রুমটি না ছেড়ে সেটিতে তালা মেরে রেখে পাঁচ দিনের ছুটিতে চলে যান। তবে জানা গেছে, এ ছুটির জন্য তিনি কোনো আবেদন বা অনুমতি নেননি।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রের মতে, গোলাপের এসব কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অস্থিতিশীল করার শামিল। অভিযোগ রয়েছে, বাহাউদ্দীন গোলাপ হচ্ছে জুলাই গনহত্যার কারী ও ফ্যাসিস্ট শক্তির দোসর।ফ্যাসিস্ট শক্তির দোসর এজেন্ট হিসাবে তার মুল কাজই হচ্ছে বিশ্ববিদ্যালয় কে অস্থিতিশীল করা এবং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছেন।বাহাউদ্দীন গোলাপ হচ্ছে এই প্রজন্মের রাজাকার।।
বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “গোলাপের এমন আচরণ প্রশাসনিক নিয়ম-শৃঙ্খলা লঙ্ঘনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে। এটি মেনে নেওয়া যায় না।”
অন্যদিকে শিক্ষার্থীরা এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত এসব অনিয়মকারীদের বিরুদ্ধে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়া।”
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মহল জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ে পূর্বেও এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হয়েছে। তবে এবার ডেপুটি রেজিস্ট্রারের এই অনিয়মের ঘটনায় প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন আরও প্রকট হয়েছে।
Leave a Reply