মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।।
নলছিটিতে দৈনিক ইত্তেফাক’র ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
২৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টাঊঊয় নলছিটি প্রেসক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। দৈনিক ইত্তেফাকের নলছিটি সংবাদদাতা মোঃ শরিফুল ইসলাম (পলাশ) এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম।
প্রেসক্লাবের সহ-সভাপতি মিলন কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মোঃ শামসুল আলম খান বাহার, সিনিয়র সাংবাদিক মোঃ শাহাদাত হোসেন মনু, নলছিটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও কালের কন্ঠের ঝালকাঠি জেলা প্রতিনিধি কেএম সবুজ প্রমুখ।
কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা মো. ইব্রাহিম খলিল( আওয়ার নিউজ)।
বক্তারা বলেন বাংলাদেশর যেকোনো আন্দোলন সংগ্রামে দৈনিক ইত্তেফাক এর ভূমিকা ছিলো অগ্রণী।
উপস্থিত ছিলেন,আবদুল কুদ্দুস তালুকদার( সময়ের বার্তা), ইত্তেফাক জেলা প্রতিনিধি শফিউল ইসলাম সৈকত, এশিয়ান টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি সাইদুল কবির রানা, মোঃ খলিলুর রহমান মৃধা ( সময়ের বার্তা),মশিউর রহমান (আমাদের অর্থনীতি), মোস্তাফিজুর রহমান রিপন(যায়যায়দিন), কায়কোবাদ তুফান(মানবজমিন), খালিদ হাসান (দীপ্ত টিভি), আকতার হোসেন (আমাদের বার্তা), মাহবুবুর রহমান (নাগরিক ভাবনা), সোহেল রানা ( দেশজনপদ), মশিউর রহমান রাসেল ( ভোরের আলো), মো. মোস্তাফিজুর রহমান ( দক্ষিনাঞ্চল), নাঈম মল্লিক (আলোকিত সময়)।
Leave a Reply