বিশেষ প্রতিবেদক ।। এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে।এরই এক দৃষ্টি নন্দন উদাহরন ৪ নং চাঁদপাশা ইউনিয়নের বটতলা স্টান্ডের আউয়াল সরদারের ছেলে, সুমন সরদার।ছোট বেলা থেকেই লেখা পড়ার পাশাপাশি শহীদ জিয়ার আর্দশের সৈনিক হতে চেয়েছেন।বর্তমানে তিনি বরিশাল আইন বিদ্যালয়ে অধ্যায়নরত।প্রতিবেদকের এক সাক্ষৎাকারে সুমন জানান, আমি জিয়াকে দেখিনি কিন্তু জিয়ার রেখে যাওয়া আর্দশ সৈনিক আমাদের বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমার গর্ব ইসরত হোসেন কচি তালুকদার ভাইকে দেখেছি।যিনি আমার রাজনৈতিক ধারক ও বাহক যাকে অনুসরন করেই রাজনীতির শুরু থেকে আমি শহীদ জিয়ার আর্দশকে খুঁজে পেয়েছি।সুধু তাই নয় জিয়া মঞ্চ বরিশাল জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক সুমন জানান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসি, তার আদর্শ নিয়ে লেখা বিভিন্ন বই পড়ি , যখন একটু বড় হয়ে ছাত্র রাজনীতি শুরু করি। তখন থেকেই আমার প্রিয় রাজনৈতিক অভিভাবক ইসরত হোসেন কচি তালুকদার ভাইয়ের আদর্শকে অনুধাবন করি।সে কিভাবে দলের নেতা কর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, কিভাবে দলের নেতা কর্মীদের বিপদ, আপদে নিজের সর্বোচ্চ বাজি রেখে ঝাঁপিয়ে পরেন।এবং কিভাবে একজন কর্মীকে যথার্থ মূল্যায়ন করতে হয়। সর্বোপরি আমার দেখা দৃষ্টিতে দলের দুসময়ে ফ্যাসিষ্ট হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে বাবুগঞ্জ উপজেলা বিএনপিতে তার অবদানের শেষ নেই। তিনি একাধিক বার হামলা,মামলার শিকার হয়েছেন। তার পরেও জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ নিয়ে রাজপথে থেকেছেন আজ অব্দি পর্যন্ত আছেন এবং থাকবেন। তাই আমিও চাই বাবুগঞ্জ চাঁদপাশা বাশীর ভালোবাসা ও স্নেহ নিয়ে আমার প্রিয় রাজনৈতিক অভিভাবক ইসরত হোসেন কচি তালুকদারের মতো একজন রাজনৈতিক ব্যক্তি হতে, সকলে আমার জন্য দোয়া করবেন।
Leave a Reply