বানারীপাড়ায় একরাতে তিন স্থানে দুর্ধর্ষ ডাকাতি স্বর্ণালঙ্কার লুট বানারীপাড়ায় একরাতে তিন স্থানে দুর্ধর্ষ ডাকাতি স্বর্ণালঙ্কার লুট – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : hafija khan : hafija khan
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:২৭ অপরাহ্ন

বানারীপাড়ায় একরাতে তিন স্থানে দুর্ধর্ষ ডাকাতি স্বর্ণালঙ্কার লুট

Reporter Name
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ১০৩ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালের বানারীপাড়া উপজেলায় এক রাতে তিন স্থানে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা সলিয়াবাকপুর কাজী বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং হাত-পা বেঁধে নগদ ১২ লাখ টাকাসহ স্বর্ণালঙ্কার ও গুলিভর্তি শর্টগান নিয়ে গেছে। বুধবার রাত সাড়ে তিনটার দিকে থানা থেকে ৪ কিলোমিটার দূরে উপজেলার সলিয়াবাকপুর গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এহসান উল্লাহসহ সিআইডির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে তিনটার দিকে ১০ থেকে ১২ সদস্যের একটি ডাকাতদল আসাদুজ্জামান কাজীর বাসার পেছনের রান্নাঘরের জানালার গ্রিল কেটে ভবনের ভেতরে প্রবেশ করে। এবং অস্ত্রের মুখে তার মা, গৃহপরিচারিকা ও তার মেয়েকে জিম্মি করে ফেলাসহ রশি দিয়ে হাত-পা বেঁধে রাখে। পরবর্তীতে তিন ডাকাত বাসাটির দ্বিতীয় তলায় প্রবেশ করে এবং আসাদুজ্জামান কাজীর বড় ভাই কামরুজ্জামানকে অস্ত্রের মুখে জিম্মি করাসহ হাত-পা বেধে ফেলে। এবং ডাকাতদল বাসাটিতে ঘণ্টাব্যাপি ব্যাপক লুটপাট চালায়।

পারিবারিক সূত্রে জানা যায়, ডাকাতেরা আসাদুজ্জামান কাজীর বাসার সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১২ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার, চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরাসহ বড় ভাইয়ের লাইসেন্স করা একটি গুলিভর্তি শর্টগান নিয়ে যায়।

একই রাতে চাখারের সিকদার বাড়ির পারভীন মঞ্জিলে ডাকাতরা হানা দিয়ে ১৪ ভরি স্বর্ণালঙ্কার, লক্ষাধিক টাকাসহ ৬৫ টি ইউএস ডলার নিয়ে যায়। এ বাড়ির মালিক আমেরিকা প্রবাসী। কয়েকদিন পূর্বে পারভীন বেগম আমেরিকা থেকে দেশের বাড়িতে আসেন। এছাড়া চাখার সাব-রেজিস্ট্রার অফিসেও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ডাকাতদল। এখানে থেকে একটি পেন ড্রাইভ নিয়ে যায়।

বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ডাকাতির খবর বৃহস্পতিবার সকালে অতিরিক্ত রেঞ্জ ডিআইজিসহ সিআইডির একটি টিম এসেছিল। এসময় ডাকাতির আলামত জব্দ করা হয়েছে। এই ডাকাতির ঘটনায় কারা জড়িত তাদের ধরতে এবং লুট হওয়ায় মালামাল উদ্ধারে পুলিশ তৎপরতা শুরু করেছে।

বরিশাল অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহ বলেন, আমাদের সকল ধরনে টুলস সর্বাত্মক কাজ করছে। অস্ত্র উদ্ধারসহ ডাকাতদের চিহ্নিত করাসহ গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর