যেমন নীল জল, তেমন আগুনে রূপ। সবুজ বিকিনিতে সমুদ্রের নোনা জলেই ‘আগুন’ ধরালেন মনামী ঘোষ। সোশ্যালে আপলোড করলেন ভিডিও। আর তাতেই তুমুল শোরগোল নেটপাড়ায়।
বরাবরই বিন্দাস মনামী। কখনও ‘টাপা টিনি’র ছন্দে নেচে মন জয় করে নেন, কখনও আবার মৌ বউদি হয়ে মোহাচ্ছন্ন করে দেন। মিউজিক ভিডিওর কাজও চালিয়ে যাচ্ছেন সমানতালে। এত কিছুর মাঝে যেটুকু সময় নিজের জন্য পান, তল্পিতল্পা গুটিয়ে নিয়ে বেরিয়ে পড়েন। নানা জায়গায় ঘুরে বেড়ান। সেই ছবি আর ভিডিও শেয়ার করেন সোশ্যালে।
শুক্রবার যে ভিডিও মনামী আপলোড করেছেন তা দেখে মুগ্ধ নেটিজেনরা। ‘পুরো মাখন’, এমন মন্তব্য করা হয়েছে ভিডিওতে। অভিনেত্রীর তুলনা আবার দিশা পাটানির সঙ্গে করা হয়েছে। ‘এই ভাবে ছেলেদের রাতের ঘুম কেড়ে নিও না’, এমন কথাও লেখা হয়েছে। অনেকে আবার আগুনের ইমোজিও দিয়েছেন।
সোশাল মিডিয়ার গল্প যেমনই হোক, সিনেমার পর্দায় এবার ভিন্ন রূপে দেখা যাবে মনামীকে। কিংবদন্তি পরিচালক মৃণাল সেনকে শ্রদ্ধা জানিয়ে ‘পদাতিক’ সিনেমা তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায়। ছবিতে মৃণাল সেনের ভূমিকায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আর মনামী অভিনয় করেছেন মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে।
শোনা যায়, ঘরোয়া মানুষ ছিলেন গীতা সেন। তার সম্পর্কে জানার জন্য মনামীকে একটি ভিডিও ক্লিপিং দেখিয়েছেন পরিচালক সৃজিত। মৃণাল সেনের জন্মদিনে তার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। সেখানে গীতা সেনের বক্তব্যও ছিল। এ ছাড়াও কিছু সাক্ষাৎকার রয়েছে। তা দেখেই প্রস্তুতি নিয়েছেন মনামী।
Leave a Reply