আজকাল ডেস্ক।। মুলাদীতে পূর্ব শত্রুতার জের থেকে গরুর সাথে নিষ্ঠুরতার মাধ্যমে বিষ প্রয়োগে ২টি গরু হ্ত্যার অভিযোগ উঠেছে।
জানা গেছে মুলাদী পৌর এলাকার চরডিক্রী গ্রামের চালতাতলা এলাকার হাচেন হাং এর পুত্র ইসমাইল হাওলাদার ৩টি গাভী পালন করে আসছিল। গাভীর দুধ বিক্রয় করে সংসার পরিচালনাও করত।
১০ অক্টোবর সকাল সাড়ে ৬ টার দিগে গরুর পানির পাত্রে পানির রেখে অনন্য কাজ করে সকাল ৯ টার দিগে গরুরুকে পানি খাওয়ালে ৩টি গরু অসুস্থ হয়ে পড়লে ২টি গরু মারা যায় এবং একটি গুরুতর অবস্থায় প্রাণী সম্পদ হাসপাতালের ডাক্তারদের চিকিৎসাধীন রয়েছে।
ধারনা করা সিন্ডবি রাস্তা সংলগ্ন হওয়ায় কে বা কাহারা পূব শত্রুতার জের ধরে পানির সাথে বিষ জাতীয় পদার্থ মিশ্রন করে দেয়ায় গরুগুলে মরে যেতে পারে বলে জানান গরুর মালিক ও স্থাণীয়রা।
ঘটনা স্থলে গিয়ে দেখাযায় গরুর মালিক ও স্ত্রী সন্তানেরা অঝরে কাঁদছে তারা জানিয়েছে গাভীর ওপর ভর করেই তাদের জীবীকা নিবার্হ হত । উদ্ভতন কতৃপক্ষ গরুর সাথে এমন ববরতা ও নিষ্ঠুরতার প্রমান সাপেক্ষ ব্যবস্থা নেবেন বলে দাবি উঠেছে ।
এ ব্যাপারে উপজেলা প্রানী সম্পদ অফিসার জানান বিষ ক্রিয়ায় গরু দুটি মারা যেতে পারে তবে পানি ও খাবার পরীক্ষা করলে আসল রহস্য বেরিয়ে আসবে আমরা এগুলো পরীক্ষার ব্যবস্থা করছি।
Leave a Reply