মোঃ শহিদুল ইসলাম // ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদে জামান হযরত আবু বকর সিদ্দিকী (রহঃ) প্রবর্তিত ঐতিহাসিক বার্ষিক ওয়াজ মাহফিল ২১ ডিসেম্বর সোমবার বাদ আছর বায়তুল মামুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। সৈয়দ হাতেম আলী কলেজ শহীদ আলমগীর ছাত্রাবাস সংগল্ন।প্রতি বছর ডিসেম্বর মাসের ২১/২২ তারিখে হয়ে থাকে। করোনার কারনে একদিনের জন্য মাহফিলের আয়োজন করা করেছেন কর্তৃপক্ষ। মাহফিলে উপস্থিত থেকে ওয়াজ গুরুপুর্ন বয়ান ও দোয়া পরিচালনা করবেন,প্রধান মেহমান আল্লামা শাইখ আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিক আল কুরাইশী,গদ্দীনশীন পীর সাহেব ফুরফুরা দরবার।তাফসির করবেন আলহাজ্ব মাওলানা নূরুর রহমান বেগ,খতিব জামে এবাদুল্লাহ মসজিদ বরিশাল,ফতুল্লা পীর সাহেবের ছোট সাহেব জাদা আলহাজ্ব হযরত মাওলানা আবুজাফর সাদেক জুলফিকার, ফতুল্লা নারায়নগঞ্জ। আরও তাফসির করবেন মুফতি শরীফুল ইসলাম খতীব,বায়তুল মামুর জামে মসজিদ,শহীদ আলমগীর ছাত্রাবাস নবগ্রাম রোড,বরিশাল।এছাড়া অন্যান্য ওলামায়ে কেরামগন ওয়াজ নছিয়ত করবেন। ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজক করেছেন আলহাজ্ব সুফি সুফি সুলতান আহমেদ মোবাল্লিগ ফুরফুরা দরবার। মাহফিলে আলেদা প্যান্ডেলে মহিলাদের বসার ব্যবস্থা রয়েছে। ধর্মপ্রান সকল মুসলমাদের মাস্ক ব্যবহার করে মাহফিলে আসার অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটি।
Leave a Reply